Tue. Sep 16th, 2025
Advertisements
hasina_pm_99211
খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: বিগত পৌরসভা নির্বাচনের মতো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সাংবাদিকদের ব্রিফিং করেন।
স্থানীয় সরকার/পৌর নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজকের সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ।
আবদুস সোবহান বলেন, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনেও মনোনয়নের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। কারণ এটা নৌকা প্রতীকের নির্বাচন।