খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : সারা বলিউড যখন রণবীর-ক্যাটরিনার ব্রেক-আপ নিয়ে মর্মাহত, তখন এরকম একটি খবর স্বস্তির হলেও অবিশ্বাস্য। ভারতের বিখ্যাত একটি দৈনিক অনলাইন ইন্ডিয়া টিভি নিউজ এরকম একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
গত কয়েকদিন ধরে রণবীর-ক্যাটরিনার ব্রেক-আপের খবর সয়লাব হবার পর ইতিমধ্যে সকলে নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে, এবার সত্যি তাদের সম্পর্কের ইতি ঘটে গেছে। কিন্তু এই প্রতিবেদনের রিপোর্ট অনুযায়ী রণবীর-ক্যাটরিনার ব্রেক-আপ হয়নি। তাদের মাঝে শুধুমাত্র কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়া হয়। কিন্তু তাদের মাঝে সেই ঝগড়ার মিটমাট হয়ে গেছে।
ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, এই যুগলকে সম্প্রতি একসাথে দেখা গেছে এবং তারা একে-অপরের সাথে অনেক আনন্দে ছিলেন এবং স্বাভাবিক ব্যবহার করছিলেন।
ইতিপূর্বে, ক্যাটরিনা যখন ব্যাং ব্যাং এর শুটিং করছিলেন এবং রণবীর শ্রীলঙ্কায় বোম্বে ভেলভেট ছবির শুটিং করছিলেন তখন তাদের মাঝে ঝগড়া হয়েছিল। তখন ক্যাটরিনা শ্রীলঙ্কায় গিয়ে রণবীরের সাথে তাদের ঝগড়ার মিটমাট করেন। বর্তমানে তারা তাদের পরবর্তী ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শুটিং সেটে তাদের সম্পর্কের মাঝে কোনও তিক্ততার দেখা মেলেনি।
কিন্ত, ভারতের বিভিন্ন পত্রিকায় জানানো হয়েছে তাদের মাঝে খুনসুটি বেঁধেই আছে। তাই শুটিংয়ে তারা নিজ নিজ ভ্যানিটি ভ্যান ব্যবহার করছেন। শুটিংয়ের সময় একসাথে খাবারও খাচ্ছেন না। আবার অতিরিক্ত কোন কথাও হচ্ছে না তাদের মাঝে।
তাই আসলেই তাদের আদৌ ব্রেক-আপ হয়েছে নাকি শুধুই গুজব তা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে।