Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : ৮ ঘণ্টা গৃহবন্দি থাকলেন বলিউড অভিনেতা আমির খানকে। না, এর পেছনে ভারত সরকারের কোনো হাত নেই, যোগ নেই কোনো জঙ্গি গোষ্ঠীরও। বিপুল পরিমাণ ভক্ত বাড়ি ঘিরে ফেলার কারণেই মূলত ঘরবন্দি থাকতে হলো মিস্টার পারফেকশনিস্টকে।
লুধিয়ানাতে ‘দঙ্গল’ ছবির শুটিং সময় কাটছে আমিরের। সেখানেই এই ঘটনা ঘটেছে।
পিঙ্কভিলা লিখেছে, লুধিয়ানার স্থানীয় এক বাড়িতে শুটিং চলছিল দঙ্গলের। হঠাৎ করেই সেখানে আমিরের ভক্তরা এসে বাড়ি ঘিরে ধরেন। যথেষ্ট নিরপত্তার ব্যবস্থা থাকলেও এত ভক্ত এসে জড়ো হন যে তা সামলানো মুশকিল হয়ে যায়।
দ্যা রিভেইল লিখেছে, পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে, আমির লুধিয়ানার ওই বাড়ি থেকে বেরিয়ে নিজের ভ্যানিটি ভ্যানে অব্দি যেতে পারেননি। ফলে অগত্যা ‘পিকে’ স্টারকে ওই বাড়িতেই বন্দি থাকতে হলো। কিন্তু শুটিং শেষে দেখা গেল পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। আমিরকে একবার দেখার জন্য পুরো এলাকা জুড়ে ভক্তরা এসে জড়ো হাজির হয়েছেন। শেষে ওই জায়গা থেকে বেরুতে পাক্কা দু’ঘণ্টা লেগে যায় আমিরের। একেই হয়তো বলে খ্যাতির বিড়ম্বনা!
আমিরকে এই ছবিতে মহাবীর ফোগট নামের একজন কুস্তিগিরের ভূমিকায় দেখা যাবে। দঙ্গল এ বছরের ক্রিসমাসে মুক্তি পাবে।