Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: বাসভূমি প্রযোজিত ১০টি টেলিফিল্ম নির্মিত হচ্ছে আস্ট্রেলিয়ায়। অভিনয় করছেন-রওনক হাসান, নিশা, রুপন্তি, লিটু করিম প্রমূখ। সবগুলো নাটক রচনা ও পরিচালনা করেছেন আস্ট্রেলিয়া প্রবাসী নাট্যকার সাংবাদিক আকিদুল ইসলাম। নাটকগুলোর নাম-শারমিনের ব্যক্তিগত গল্প, অথবা একটি খুনের গল্প, তবুও এই গল্পের নায়ক পার্থ, কোন আলো লাগলো চোখে, ঘুমিয়ে পড়েছে মধ্যরাত।
টেলিফিল্মগুলো দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত হবে।