খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: আগামী ১৮ মার্চ মুক্তি পাবে মডেল নিরব ও নবাগত নায়িকা তানহা অভিনীত এবং রফিক সিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’। হঠাৎ করেই ছবিটি মুক্তির তারিখ পেছানো হয়েছে।
ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৯ জানুয়ারি। তবে পরিচালক জানিয়েছেন, ভালো সিনেমা হল পাওয়ার আশায় মূলত ছবি মুক্তির তারিখ পরিবর্তন করা হয়েছে।
পরিচালক রফিক সিকদার বলেন, ‘আমার এই ছবি নিয়ে আমি দারুণ আশাবাদী। আমি চাই, দর্শক যেন ছবিটা দেখতে পারেন। কিন্তু ছবিটি চালানোর জন্য আমি ভালো হল পাচ্ছি না, তাই তারিখ বদল করতে হলো।’
পরিচালক আরো বলেন, “শাকিব খান অভিনীত ‘রাজা ৪২০’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল ২৯ জানুয়ারি আর সাইমন-পরী অভিনীত ‘পুড়ে যায় মন’ মুক্তির তারিখ ছিল ৫ ফেব্র“য়ারি। এ দুই ছবির প্রযোজক তাঁদের ছবি মুক্তির তারিখ বদল করে নেন। শাকিবের ছবি যে সিনেমা হলগুলোতে মুক্তি পাওয়ার কথা ছিল, সেই হলগুলোতে এখন সাইমন-পরীর ছবি মুক্তি পাবে। যেহেতু তারা আগে বুকিং দিয়েছে, তাই তারা ভালো সিনেমা হলগুলো নিয়ে গেছে। কিন্তু আমার ছবিটা আমি চাই ভালো হলগুলোতে মুক্তি পাক। অনেক কষ্ট করে আমি ছবিটি বানিয়েছি, যা দর্শকের ভালো লাগবে।”
গত রোজার ঈদে নিরব অভিনীত চলচ্চিত্র ‘নদীজল’ মুক্তি পায়। আগামী ২২ জানুয়ারি তাঁর অভিনীত ‘গেম ২’ ছবির মহরত হওয়ার কথা রয়েছে। এই ছবির শুটিং শুরু হবে ১ ফেব্র“য়ারি থেকে।এনটিভি