Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

46খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: সালমান খানের কোনো নতুন ছবি মুক্তি পেলে ভক্তদের মধ্যে টিকিটের জন্যে হাহাকার পড়ে যায়। ছবি মুক্তির বেশ কিছুদিন পার হয়ে গেলেও প্রতিটা শো হাউসফুল থাকেূ এছাড়াও সিনেমা হলের বাইরে দেখা যায় লম্বা লাইন।
কিন্তু খোদ সালমান নিজের অভিনীত ছবি নিয়ে তেমন একটা উৎসাহী নন। সম্প্রতি একটা সাক্ষাৎকারে দাবাং খান জানান, প্রত্যেকটা ছবির প্রিমিয়ারে ঘুমিয়ে পড়েন তিনি! সূত্র- মুভি টকিজ ও দ্যা রিভেইল ডটকম।
বজরাঙ্গি ভাইজানের ভাষায়, ‘ছবির প্রথমার্ধ পর্যন্ত আমার চোখ পর্দার দিকে থাকে। কিন্তু এরপর আমি নিজেই বুঝতে পারি না আমি কখন ঘুমিয়ে পড়ি!’
সালমান আরও বলেন, ‘জানি, এটা শোনার পর অনেকেরই আমাকে মারতে ইচ্ছা হবে। কিন্তু এটাই হয়। শুধু নিজের ছবি নয়; অন্য কারো ছবি দেখতে বসেও একই অবস্থা হয় আমার।
সালমান জানান, তার এই অভ্যাসের কথা এতদিনে বলিউডের অনেকেই জেনে গেছেন। তাই আর রাগ করে না কেউ।
সালমান এখন ‘সুলতান‘ এর শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে তাকে একজন কুস্তিগীরের চরিত্রে দেখা যাবে। ভাইজানের বিপরীতে এই ছবিতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে।