Fri. Sep 19th, 2025
Advertisements

49খোলা বাজার২৪,শুক্রবার, ২২ জানুয়ারি ২০১৬: আধুনিক জমানায় নিজের ডোল নিজেকেই পেটাতে হয়। আর এই জন্য অনেকে নিজেকে খেলা মেলা উপস্থাপন করছেন। আবার কেউ কেউ বিচিত্র পোশাকে নিজেকে প্রকাশ করছেন। কিন্তু ব্রিটনি নিজেকে উপস্থাপন করলেন না পাঠক। আপনা যা শুনে এতো দিন অভ্যস্ত ছিলেন তা নয়।
তাঁর সেক্স অ্যাপিলে দুলে উঠেছে তামাম দুনিয়া। কিন্তু তিনি শুধুই নিজেকে সঙ্গীতের মধ্যেই বেঁধে রাখতে চান না। তাই একই দিকে গান যেমন রয়েছে, ব্রিটনি স্পিয়ার্স মন দিয়েছেন ছবি আঁকাতেও।
নিজেই একটি ছবি পোস্ট করেছেন ব্রিটনি। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট টুলের উপরে পিছন ফিরে বসে রয়েছেন ব্রিটনি। পুরোপুরি টপলেস না বললেও, শরীরে উপরিভাগে পরেছেন খুবই কম কিছু।
এক মনে সামনের ক্যানভাসে ছবি আঁকছেন তিনি। সামনের সাদা ক্যানভাসে তিনি এঁকেছেন এক ঝাঁক নান রঙের পাতা। ব্রিটনি বলেছেন, অবসরে ছবি আঁকতে তাঁর খুব ভালো লাগে। কিন্তু তিনি শুধু ছবিই আঁকছেন না। বরং, এক মনে প্র্যাকটিস করে যাচ্ছেন তাঁর পরবর্তী কনসার্টের জন্যও।খবর: ২৪ঘন্টা।