Fri. Sep 19th, 2025
Advertisements
bccnews24.com-amitav04খোলা বাজার২৪,শনিবার,২৩ জানুয়ারি ২০১৬: বলিউডের ডন ৪৭ বছর ধরে একাই রাজত্ব করে আসছেন। তিনি এখনও সমান জনপ্রিয় দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রিয় মানুষের কাছে। এবার এর প্রমাণ আবার মিলল। বি টাউনের তিন খান অর্থাৎ শাহরুখ, সালমান আর আমিরকে বেশ খানিকটা পেছনে ফেলে টুইটারে ভারতীয়দের মধ্যে ‘টপার’ আগেই হয়েছিলেন ৭৩ বছরের যুবক অমিতাভ বচ্চন।সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে, বর্তমানে টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা এক কোটি ৯০ লাখ পেরিয়েছে। বলিউডের তারকাদের মধ্যে তিনিই প্রথম এই মাইলস্টোন ছুঁলেন।সুপারস্টার শাহরুখের ফলোয়ারের সংখ্যা ১.৭৫ কোটি, আমিরের ১.৬২ কোটি এবং সালমানের ১.৫৮ কোটি। ঘটনায় খুশি অমিতাভ নিজেও। খুশি দেশ-বিদেশে তাঁর অসংখ্য ফ্যানরাও।