খোলা বাজার২৪, শনিবার ,২৩ জানুয়ারি ২০১৬ : কলকাতায় মুক্তি পেয়েছে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান অভিনীতি ‘রাজকাহিনী’। যদিও ছবি টি মুক্তির পর ব্যবসা সফল হয়েছে কিন্তু পাশাপাশি রয়েছে নানা গুঞ্জন।
ছবির কাহিনীর প্রয়োজনে জয়া আহসান কে করতে হয়েছে দু:সাহসিক কিছু অভিনয়। শুধু কি অভিনয় পাশাপাশি কিছু ডায়ালক তাকে বলতে হয় যা শুনে যে কোন মানুষের শরীর পরিবর্তন ঘটবে। জয়াকে নিয়ে দেশ ও দেশের বাইরে হয়েছে নানা সমালোচনা।