Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: আগামী পহেলা বৈশাখে শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। রবিউল ইসলাম জীবনের কথায় ‘আপন করে নিলাম’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন তিনি। গানটির সুর ও সংগীত পরিচালনায় ছিলেন রাব্বি আরবি। গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সংগীতশিল্পী শান্তনু। ন্যান্সি বলেন, পহেলা বৈশাখে দর্শকদের জন্য এটি আমার উপহার। গানটি করে খুবই ভালো লাগছে। গানের কথাগুলো চমৎকার। আমরা সবাই মিলে চেষ্টা করেছি গানটি ভালো করার। আশা করি দর্শকদের ভালো লাগবে।
রাব্বি বলেন, গানটি নিয়ে আমি খুব আশাবাদী। ন্যান্সির অনেক বড় ফ্যান আমি। তার সাথে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। গানের কো-আর্টিস্ট শান্তনু দাদা আমাকে অনেক সাহায্য করেছেন। তিনি অনেক ভালো গান করেন। আশা করছি গানটি সবার ভালো লাগবে। সবাই দোয়া করবেন আমার জন্য। অ্যালবামটি প্রসঙ্গে রাব্বি বলেন, ‘’অ্যালবামটিতে সর্বমোট ৮/৯ টি গান থাকবে।
সবগুলোই আলাদা ধরনের। একটা আরেকটা থেকে আলাদা করার চেষ্টা করেছি। অ্যালবামের গানগুলো লিখেছেন সব গুণী গীতিকাররা।’’ গানটির মিউজিক ভিডিও বানানো হবে। সিলেটের কিছু লোকেশনে মিউজিক ভিডিওটির দৃশ্য ধারণ করা হবে। উল্লেখ্য, ন্যান্সির ম্যালোডিক রোমান্টিক ‘আপন করে নিলাম’ গানটি রিলিজ হবে রাব্বির পরিচালনায় প্রথম অ্যালবাম ‘কল্পনায়’।