খোলা বাজার২৪, রবিবার, ২৪ জানুয়ারি ২০১৬: ২০১৬ সাল খুব খারাপভাবে শুরু হয়েছে হলিউডে। বছরের শুরু থেকেই পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন একের পর এক তারকা অথবা ভাঙছে তারকাদের ঘর। কিন্তু ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা জোলির বিচ্ছেদের কথা তো ভাবা যায় না। তবে সব কিছু দেখে মনে হচ্ছে তাঁদের সংসারে ধরেছে ভাঙ্গনের সুর।
হলিউডের চলচ্চিত্র কিংবা ব্যক্তিগত জীবনে দুজনে দুজনের জন্যই। এমন জুটির বিচ্ছেদ শুধু তাঁদের ভক্ত কেন, বিশ্ববাসীরই হৃদয় ভাঙবে। যদিও এ নিয়ে তাঁদের দুজনের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি মেলেনি। তবে দুজনেরই ঘনিষ্ঠজন জানিয়েছে, বিচ্ছেদ নিয়ে বেশ কয়েক মাস ধরেই নাকি নিজেদের ভেতর কথা-কাটাকাটি চলছে তাঁদের। বেশ কিছুদিন ধরেই নাকি অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাড পিটের কাছ থেকে আলাদা থাকছেন।
গত ১০ জানুয়ারি গোল্ডেন গ্লোবের অনুষ্ঠানে জোলি যোগ দেননি ব্র্যাড পিটের সঙ্গে। অন্যদিকে ১৭ জানুয়ারি ‘কুংফু পান্ডা থ্রি’র প্রিমিয়ারে ছিলেন না ব্র্যাড পিট। সূত্র বলছে, নিজের ব্যক্তিগত জীবন, ক্যানসার থেকে বাঁচার লড়াইয়ে বারবার সার্জনের ছুরির নিচে যাওয়া, ক্যারিয়ার সব মিলিয়ে মানসিক অবসাদে জোলি ক্লান্ত। আর তাই সময় দিচ্ছেন না পরিবারে।
উল্লেখ্য, ২০০৫ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবিতে কাজ করতে গিয়ে প্রেম হয় জোলি-পিটের। এরপর আনুষ্ঠানিকভাবে তাঁরা বিয়ে করেন ২০১৪ সালে।
অবশ্য এর আগেও দুজনের সংসারের ভাঙন নিয়ে বেশ কবার গুঞ্জন রটেছিল। যদিও রটনা গুলো শেষ পর্যন্ত ঘটনা হয়ে উঠতে পারেনি। তবে এবার হয়তো ভেঙে যাচ্ছে ব্র্যাঞ্জেলিনা জুটির সংসার।