Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : ভারতজুড়ে চলতে থাকা অসহিষ্ণুতার বিষয়ে এবার নিজের মত প্রকাশ করলেন কঙ্গনা রনৌত। তার মতে মতপ্রকাশের স্বাধীনতা এমন হওয়া উচিত নয় যেটা অন্যের ভাবাবেগ আহত করে।
কলকাতায় একটি চলচ্চিত্র প্রদর্শনীর ফাঁকে কঙ্গনা বলেন, মত প্রকাশের স্বাধীনতা যেন এমন না হয় যে, সেটা অন্যের ভাবাবেগে আঘাত করে। আমরা বহু ভাষা-ধর্ম-বর্ণের দেশে বাস করি। কোনও বিষয়ে প্রকাশ্যে কিছু মন্তব্য করা একটা বিরাট ব্যাপার।
তা ছাড়া বাড়িতে, বা কাজের জায়গাতেও কী বলছি, সে ব্যাপারে সতর্ক থাকা দরকার। এর আগে জয়পুর সাহিত্য উৎসবে কাজল দাবি করেছিলেন, বলিউডে কোনো অসহিষ্ণুতা নেই। তাঁর কথায়, আমাদের সমাজে যা ঘটছে বলিউড সব সময় সেটাই তুলে ধরে। এখানে প্রত্যেকেই স্বাগত। বলিউডে কোনও বিভাজন নেই, জাতপাত নেই, ধর্ম নেই, এবং অসহিষ্ণুতা নেই।
কিন্তু ‘কুইন’-এর অভিনেত্রী কঙ্গনার দাবি, প্রত্যেককে শব্দের ক্ষমতা বুঝতে হবে। একটি শব্দের অর্থ এক এক জনের কাছে এক এক রকম। তাই খুব ভেবেচিন্তে শব্দ চয়ন করা উচিত। কারণ পরবর্তী কালে ওই মন্তব্য নিয়ে কোনও বিতর্ক তৈরি হতেই পারে। তখন যেন কোনও ব্যক্তিকে বলতে না হয় যে, আমি এমন কথা বলিনি। এই ভাবে মতপ্রকাশের জেরে তাঁকেও বিতর্কের মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন কঙ্গনা। তাই এখন তাঁর উপলব্ধি, মাথায় রাখতে হবে কিছু বললে তার প্রশংসাও হতে পারে, আবার সমালোচনাও হতে পারে।