Mon. Sep 15th, 2025
Advertisements

01

খোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : এক্সিম ব্যাংকের কক্সবাজার শাখার গ্রাহকবৃন্দের সাথে সম্পর্ককে আরো সুদৃঢ় করতে কক্সবাজারের হোটেল কক্স টুডে-তে গতকাল (জানুয়ারি ২৪, ২০১৬) এক গেট টুগেদার অব বিজনেস পাটনার্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।
গেট টুগেদারে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান এমপি, পরিচালনা পর্ষদের সদস্য মিসেস নাসরিন ইসলাম, মোঃ শহীদুল্লাহ, লে. কর্নেল অবঃ সিরাজুল ইসলাম বীর প্রতিক (বার), আব্দুল্লাহ আল জহীর স্বপন, কক্সবাজার শাখার সম্মানিত গ্রাহকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার কক্সবাজারে পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্র স্থাপনে কম মুনাফায় বিনিয়োগ দেয়ার আশ্বাস দেন। তিনি বলেন আমরা গ্রাহকদেরকে আমাদের ব্যবসার অংশীদার হিসেবেই গণ্য করে থাকি। ব্যাংকের সাথে সম্মানিত গ্রাহকদের এই সম্পর্ক চিরকাল অটুট থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

উপস্থিত গ্রাহকগণ এক্সিম ব্যাংকের সেবার প্রতি তাঁদের পূর্ণ সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সাথে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।