Mon. Sep 15th, 2025
Advertisements

 

20160125 - AIBL Training Pressখোলা বাজার২৪, সোমবার, ২৫ জানুয়ারি ২০১৬ : আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত ‘ইনডাকশন কোর্স ফর নিউলি রিক্রুটেড অফিসার্স’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কোর্স ২৫ জানুয়ারি, ২০১৬ ব্যাংকের ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটে উদ্বোধন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ মাজহারুল ইসলাম এবং ইনস্টিটিউটের ফ্যাকাল্টি মেম্বার তৌহিদ সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান নবনিযুক্ত অফিসারগণকে ইসলামী ব্যাংকিং জগতে স্বাগত জানান। তিনি বলেন, শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গ্রাহককে উন্নতমানের সেবা প্রদান করার জন্যই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল। এ প্রতিষ্ঠানে কর্মরত সকলের মূল দায়িত্ব গ্রাহকসেবায় নিজেদের নিয়োজিত করা এবং আল্লাহ্ ও রাসুলের প্রদর্শিত পথে নিজেদের জীবন প্রতিষ্ঠা করা। গ্রাহকসেবার ক্ষেত্রে দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান আরও বলেন, একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে দেশ ও জাতির প্রতি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দায়বদ্ধ এবং এ দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। তিনি কোর্সে অংশগ্রহণকারী সকলকে প্রশিক্ষণলব্ধ জ্ঞান সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে নতুন কর্মজীবন শুরু করার পরামর্শ দেন।