খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : আর ক’দিন বাদেই শাকিব – জয়া আহসান জুটির দ্বিতীয় সিক্যুয়েল ছবি ‘পূর্ণদৈর্ঘ প্রেম কাহিনী টু ‘ মুক্তি পাবে। এরই ভেতরে কলকাতার মিডিয়াসহ দেশীয় মিডিয়ায় জয়া আহসান আর ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জীকে নিয়ে মুখরোচক আলোচনা শুরু হয়েছে।
তাই স্বাভাবিক ভাবেই বন্ধু সাংবাদিক থেকে শুরু করে শাকিব খানের কাছের-দূরের মানুষেরা তার নায়িকার এই বর্তমান প্রেম নিয়েও জানতে চাইছেন। এ প্রসঙ্গে শাকিব খান বললেন দারুন এক কথা।
শাকিব জানালেন,‘ যেদিন সৃজিতের একটি টকশোতে আরেক নির্মাতা সৃজিত আর জয়াকে নিয়ে টিপ্পনী কেটেছিল, সেদিন থেকেই বুঝেছিলাম জয়া-সৃজিতের ভেতরে কিছু একটা চলছে! এরপর অবশ্য আমি মজা করে জিজ্ঞেসও করি, ও শুধু মুচকি হাসি দিয়েছিল। তাতেই অনেক কিছু বুঝা যায়। অবশ্য আমি এরকম ব্যক্তিগত কারো বিষয়ে বেশি আলাপে বিশ্বাসী নই। কারণ জয়া কার সাথে প্রেম করবে তা একান্তই ওর ব্যাপার। তা ভেবে আমার কি লাভ?’
উল্লেখ্য, শাকিব-জয়ার পূর্ণদৈর্ঘ প্রেমকাহিনী টু খুব শিগগিরই মুক্তি পাবে।