খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : এক মুঠো প্রেম’ শিরোনামের গানটি গত বছরই হিটের লিস্টে ঢুকে যায়। হৃদয় খান ও পড়শী’র কণ্ঠে গানটি ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবির। আগামী ১২ ফেব্র“য়ারি ছবিটি মুক্তি পাচ্ছে।
গত বছর ‘এক মুঠো প্রেম’ গানটির অডিও অনলাইনে প্রকাশ পায়। আজ অনলাইনে প্রকাশিত হলো গানটির ভিডিও। গানটি হৃদয় খান ও পড়শী’র দ্বৈত কণ্ঠে গাওয়া প্রথম গান। কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন হৃদয় খানেরই।
‘সুইটহার্ট’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী ও বিদ্যা সিনহা মিম। এই গানটির সঙ্গেও নেচেছেন তারা। পুরো গানটির দৃশ্যায়ন হয় ব্যাংককে।
ছবিটিতে আরও অভিনয় করেছেন রিয়াজ, দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা, উৎপল প্রমুখ।
ডিজিটাল মুভিজের প্রযোজনায় ছবিটির মিউজিক লেবেল টাইগার মিডিয়া। অনলাইন মিডিয়া পার্টনার।