Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০১৬ : শুটিংয়ের সময় পরিচালকের আকস্মিত মৃত্যু, এরপর দীর্ঘ বিরতি, সহকারী পরিচালক হাল ধরলেন ছবির, এবার নায়িকার শিডিউল পাওয়া নিয়ে জটিলতা- সব মিলিয়ে ‘পাগল মানুষ’ ছবিটি শেষ হবে কি না তাই নিয়েই দেখা দিয়েছিল সংশয়। কিন্তু সেই সংশয় আর নেই, অবশেষে সব বাধা ডিঙিয়ে আগামী মে মাসে মুক্তি পাচ্ছে শাবনূর অভিনীত ‘পাগল মানুষ’ ছবিটি। এরই মধ্যে ছবির এডিটিং ও ডাবিং শেষ হয়েছে। গল্পের প্রয়োজনে আজ মঙ্গলবার বিএফডিসিতে কয়েকটি শট নেওয়া হবে। আগামী মাসের প্রথম সপ্তাহে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার কথা রয়েছে।
মে মাসে ছবিটি মুক্তির লক্ষ নিয়ে কাজ চলছে বলে জানান পরিচালক বদিউল আলম খোকন। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘ছবির সব কাজ শেষ, কয়েকটি শট দৃশ্যের পরিপূর্ণতার জন্য দরকার। সেগুলো নেওয়া হয়ে গেলে আগামী মাসেই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব। ছবিটি কয়েক বছর বসে ছিল, দেরি যখন হয়েছে, আরেকটু দেরি না হয় হলো, তাড়াহুড়া করতে চাই না। তা ছাড়া এটি আমার ওস্তাদ পরিচালক এম এ মান্নান স্যারের শেষ কাজ। শুটিংয়ের সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এটা শেষ করা আমার দায়িত্ব। এটা মুক্তি দিতে পারলে শান্তি পাব।’
ছবির গল্প অনেক সুন্দর বলে দাবি করেন পরিচালক খোকন, তিনি বলেন, ‘মেকিংও ভালো হয়েছে। আর শাবনূরের অভিনয় নিয়ে তো বলার কিছু নেই। অনেক দিন তার কোন ছবি মুক্তি পায়নি । আশা করি সামনের মে মাসে শাবনূরের সুন্দর একটি ছবি দর্শকদের সামনে হাজির করতে পারব।’
রুপালি জগৎ ও অভিনয় দুটি থেকেই অনেকদিন দূরে সরে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। তবে দীর্ঘবিরতির পর অর্ধসমাপ্ত চলচ্চিত্র ‘পাগল মানুষ’ দিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। ২০১২ সালের ২৯ ডিসেম্বর ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছবির পরিচালক এম এ মান্নান। ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। পরিচালকের মৃত্যুর পর ছবির সব কাজ বন্ধ হয়ে যায়। তবে চার বছর পর আবার শুরু হচ্ছে ছবিটির কাজ। ‘পাগল মানুষ’ ছবিতে শাবনূরের সাথে অভিনয় করেছেন নায়ক শাহেন খান।এনটিভি