Sat. Aug 9th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

31খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: চলচ্চিত্রে অভিষেক হয়েছে গত বছর। এরই মধ্যে রোমান্টিক নায়িকা হিসেবে ঢাকাই সিনেমা ও টালিগঞ্জে নিজেকে প্রতিষ্ঠা করে ফেলেছেন নুসরাত ফারিয়া। সবুজ সংকেত পেয়েছেন বলিউড থেকেও, অভিনয় করছেন বলিউডের ‘সিরিয়াল কিসার’ তকমাধারী এমরান হাশমির সঙ্গে। কিন্তু এমরানের সঙ্গে কেন তুলনা করা হচ্ছে তার?
সম্প্রতি পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের সাংবাদিক তাকে প্রশ্ন করার ছলে জানিয়ে দেন যে, তাকে টালিগঞ্জের এমরান হাশমি বলে ডাকা হচ্ছে। নুসরাত অবশ্য সে কথার প্রতিবাদ করেননি। বললেন, “আর বলবেন না! প্রত্যেক ছবিতে চুমুর দৃশ্য রাখছেন পরিচালকরা। আমি নিজেও মাঝে মাঝে ভাবি আমি কি টলিউডের এমরান হয়ে যাচ্ছি?”
‘আশিকী’ খ্যাত অভিনেত্রী এই অভিনেত্রী সেই সাক্ষাৎকারে ইঙ্গিতে এও জানিয়ে দেন যে, প্রেম করছেন তিনি। তবে প্রেমিকের নামটি বলেননি। জানিয়ে দিয়েছেন, বয়স ২৫ হলেই বসছেন বিয়ের পিঁড়িতে।
২২ বছর বয়সী এই অভিনেত্রীর ক্যারিয়ারের শুরুটা হয় উপস্থাপনার মাধ্যমে। জাতীয় পর্যায়ের এই বিতার্কিক রেডিও ফূর্তির আর জে হিসেবে তুমুল জনপ্রিয়তা পান। এরপরই ছোট পর্দায় নানা অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে এবং বিজ্ঞাপনে মুখ দেখাতে শুরু করেন।
জাজ মাল্টমিডিয়ার নতুন এই নায়িকার দ্বিতীয় সিনেমা ‘হিরো ৪২০’ মুক্তি পাচ্ছে ফেব্র“য়ারি মাসে।

অন্যরকম