Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

33খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: অভিনেত্রী সুমাইয়া শিমু সংসার নিয়ে ব্যস্ত। তাই ছোটপর্দায় তার উপস্থিতি একেবারেই কমে গেছে। গত বছরের আগস্টে বিয়ের পর চলতি ধারাবাহিক নাটক এবং একক নাটকে অভিনয় করলেও নতুন কোনো ধারাবাহিকে অভিনয় করেননি এই অভিনেত্রী। আসছে ফেব্র“য়ারির মাঝামাঝি তিনি নতুন ধারাবাহিকের শুটিং শুরু করবেন। এমটিই জানালেন তিনি।
নাটকের নাম শূন্যতা। এটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং পরিচালনা করবেন অম্লান বিশ্বাস। নাটকের কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। সুমাইয়া শিমু বলেন, ‘পান্থ শাহরিয়ারের গল্প পড়ে মুগ্ধ হয়েছি। তাই নতুন ধারাবাহিকটিতে কাজ করতে যাচ্ছি। আশা করি একটি ভালো কাজ হবে।’ এদিকে সুমাইয়া শিমু নিঝুমের সঙ্গে বিয়ের পর সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে হানিমুন শেষ করে এসেছেন।
শিমু বলেন, ‘এখন শুধু নাটকেই অভিনয় করছি। আপাতত বিজ্ঞাপন ও সিনেমা নিয়ে ভাবছি না। নাটকের কাজটিই মন দিয়ে করতে চাই।’ নতুন নাটকটি ছাড়াও ফজলুর রহমানের জীবনের অলিগলি, নজরুল ইসলাম রাজুর লেকড্রাইভ লেন ধারাবাহিকের কাজ করছেন তিনি।