Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০১৬: ফিতুরে ক্যাটরিনার নিউ লুক। ব্রাউন আর ব্ল্যাক কেশবন্ধনী ছেড়ে ক্যাট একেবারে কিলার লুকে। চুলের রং লাল। বলিউডে তাঁকে নিয়ে গসিপ কম নেই। কখনও সলমন কখনও রণবীর কাপুর, শিরোনাম সবসময় প্রেম ক্যাটের পিছু নিয়েছে। এবার ব্যক্তিগত অথবা গোপন কিছু নয়, ক্যাট আলচনার শীর্ষে তাঁর চুল নিয়ে। শোনা যাচ্ছে ক্যাট তাঁর চুলের রং পরিবর্তন করতে খরচ করেছেন ৫৫ লক্ষ টাকা।
বলিউডের খবর এই হেয়ার স্টাইল নাকি ক্যাটের খুব পছন্দের। ভালবেসে অনেকেই বলছেন ফেয়ারি হেয়ারে ক্যাট এবার অগ্নিকন্যা। লন্ডনের একজন হেয়ার স্টাইলিস্ট ক্যাটের এই লাল চুলের নেপথ্যে।