খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: পাঁচ বছর হতে চলল ক্যামেরা এড়িয়ে চলেন দিঘী। পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন। এর মধ্যে বেশ কিছু বিজ্ঞাপন ও ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বাবা অভিনেতা সুব্রত চান মেয়ে পড়াশোনা করে ডাক্তার হোক। কিন্তু হঠাৎ করেই তাঁকে আবার ক্যামেরার সামনে পাওয়া গেল। প্রাচুর্য ফ্যাশনের হয়ে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।
সম্প্রতি এর শুটিং হয়েছে জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ার মার্কেটে। দিঘী বলেন, ‘কাজটি হুট করেই হয়েছে। তা ছাড়া এ কম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানিয়া খন্দকারকে আমি মা বলি। তিনি প্রস্তাবটি দিলে আর না করতে পারিনি। তবে বাইরের কোনো কাজ এ মুহূর্তে করছি না। আগে পড়াশোনাটা শেষ করতে চাই।’