Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: বলিউড তারকা তথা বিজেপি সাংসদ হেমা মালিনীর বিরুদ্ধে জমি অধিগ্রহণের অভিযোগ আনলেন এক আরটিআই কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল মুম্বইয়ের আন্ধেরি।
আন্ধেরিতে একটি জমির উপর ডান্স অ্যাকাডেমি খোলার পরিকল্পনা নিয়েছিলেন হেমা। কিন্তু ওই জমি তিনি দখল করেছেন বলে অভিযোগ আনেন এক আরটিআই কর্মী। ডান্স অ্যাকাডেমি নির্মাণের জন্য এক মাস আগে বিজেপি’র লোকসভা সদস্য হেমা মালিনীর জন্য ওশিওয়ারায় ২ হাজার স্কোয়ার মিটার জমি বরাদ্দ করে মহারাষ্ট্র সরকার। তথ্য জানার অধিকার আইনে অনিল গালগালি নামে ওই ব্যক্তি যে তথ্য পেশ করেছেন, তাতে দেখা গিয়েছে মাত্র ৭০ হাজার টাকার বিনিময়ে ওই জমি হেমাকে দেওয়া হয়েছে।
গালগালি বলেন, ‘‘এই প্রথম নয়, এর আগেও মুম্বইয়ের শহরতলিতে হেমাকে জমি দেওয়া হয়েছে। ১৯৯৭ সালে তৎকালীন শিবসেনা-বিজেপি জোট সরকার তাঁকে জমি দিয়েছিল। কিন্তু কোস্টাল রেগুলেশন জোনের জন্য তিনি ওই জমির উপর নির্মাণ কাজ করতে পারেননি। ’’ গালগালির দাবি, আগের জমি এখনও ফেরত দেননি হেমা। এর উপর নতুন করে জমি দেওয়া হল তাঁকে।
উল্লেখ্য, আন্ধেরিতেই কংগ্রেসের রাজ্য সভার সদস্য রাজীব শুক্লার জন্য জমি বরাদ্দ করেছিল তৎকালীন কংগ্রেস সরকার। কিন্তু বিরোধীদের চাপে ২০১৪ সালের ফেব্র“য়ারি মাসে লোকসভা ভোটের আগে সেই জমি ফিরিয়ে দিতে বাধ্য হন শুক্লা। সূত্র : কলকাতা।