Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

37খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: ঢাকায় আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী অঞ্জন দত্ত। আসন্ন বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আয়োজিত ‘অঞ্জন দত্ত লাইভ ইন ঢাকা’ কনসার্টে গাইবেন তিনি। কনসার্টটির আয়োজন করেছে রেড ভেলভেট। প্রতিষ্ঠানটির পরিচালক রেশমি জানান, আগামী ১৪ ফেব্র“য়ারি সন্ধ্যা ৬টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে শুরু হবে এ কনসার্ট।
অঞ্জন দত্তের পাশাপাশি একই মঞ্চে আরও থাকছে ব্যান্ডদল মহাকাল। সর্বশেষ ডিসেম্বরে ঝিনাইদহ ক্যাডেট কলেজে গান গাইতে বাংলাদেশে এসেছিলেন অঞ্জন। এছাড়া, ২০১৪ সালে দেশ টিভির ঈদ আয়োজনে গান শুনিয়েছিলেন এই গায়ক। এর আগে চলচ্চিত্র পরিচালনা ও গানের টানে কয়েকবার এ দেশে এসেছিলেন অঞ্জন দত্ত।