খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়াকে এই প্রথম দেখা গেল বেনারসীতে। ভারত সফর শেষ করে চলে যাওয়া ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদের সঙ্গে প্রজাতন্ত্র দিবসে মঙ্গলবার মধ্যাহ্নভোজের আসরে দেখা করেন ঐশ্বরিয়ারাই।
এসময় তার পরনে ছিলো লাল বেনারসী, খোঁপায় লাল গোলাপ। রূপের আগুন ছড়িয়ে দিয়েছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড। এ ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত নিজ দেশের প্রেসিডেন্টের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন। সেখানে তিনি আমন্ত্রণ জানান ঐশ্বরিয়াকে।
হালে পরের ছবি সরবজিত-এর শ্যুটিং নিয়ে ব্যস্ত বচ্চন পরিবারের সদস্য। কিন্তু তা সত্ত্বেও আমন্ত্রণ ফেরাননি। নানা বিষয় নিয়ে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে মতামত বিনিময় করেন ঐশ্বরিয়া। দেখুন সেই সভার কিছু ছবি। হাজির ছিলেন নানা স্তরের বিশিষ্ট মানুষজন।