খোলা বাজার২৪, শুক্রবার, ২৯ জানুয়ারি ২০১৬: প্রিয়াংকা চোপড়া এই মুহূর্তে বলিউডের সেরাদের তালিকায় উপর দিকে রয়েছেন। সুনাম কুড়িয়েছেন বিদেশের বিনোদন জগতেও। এতে তার জনপ্রিয়তা দেশের গণ্ডি ছাড়িয়েছে। টুইটারে তার ফলোয়ারের সংখ্যাও বাড়ছে হু হু করে। কিন্তু ৩৩ বছর কেটে গেল, এখনও বিয়ের কোনও উচ্চবাচ্য নেই। এমনকি, কারো সাথে প্রেম করছেন কিনা তাও জানা নেই কারো।
সমসাময়িক অন্য নায়িকারা চুটিয়ে প্রেম করছেন। কিন্তু প্রিয়াংকা যেন চারপাশে কাজের দেওয়াল তুলে বসে আছেন? ব্যাপারটা কী? প্রিয়াঙ্কা কি এভাবেই কাটিয়ে দেবেন? এসব প্রশ্ন হরহামেশা উঠে আসে ভারতের মিডিয়ায়।
এই অবস্থায় এই তারকা বলছেন, ‘কে বলে আমার জীবনে কেউ নেই। কাজের জন্য আমি হয়তো তার সঙ্গে থাকতে পারি না। কিন্তু আমারও ব্যক্তিগত জীবন আছে।’
তবে সেই ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চান না তিনি। সম্প্রতি এক গসিপ ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে এসব কথা জানিয়েছেন সদ্য পদ্মশ্রী পাওয়া এই অভিনেত্রী।
প্রিয়াংকার এমন লুকোছাপার কারণ অতীত অভিজ্ঞতা। ভাঙনের সুরকে ভয় পান তিনি। অতীতের সম্পর্ক নিয়ে যে তার মনে এখনও কিছু ক্ষত রয়ে গিয়েছে তাও বোঝা গেল তার কথায়।
প্রিয়াংকা বলেন, ‘প্রেমে বিশ্বাসঘাতকতা কখনোই বরদাস্ত করা যায় না। একটি সম্পর্কে থেকে লুকিয়ে অন্য আর একটি সম্পর্কে যাওয়া এক ধরনের কাপুরুষতা।’
ব্যক্তিগত জীবনের এই দৃষ্টিভঙ্গিই যে ‘বাজিরাও মস্তানি’তে কাশী চরিত্রে প্রিয়াঙ্কাকে এত স্বচ্ছন্দ ও সাবলীল করেছে তা না হয় বোঝা গেল। কিন্তু তিনি কি বিয়ের কথা ভাবছেন? প্রিয়াঙ্কার উত্তর, ‘না, বিয়ে নিয়ে এখনই ভাবছি না। তবে কেউ যদি সত্যিই আমাকে দাবি করার মতো জায়গায় পৌঁছায়, তবেই বিয়ে, আর না হলে নয়।