খোলা বাজার২৪, শনিবার, ৩০ জানুয়ারি ২০১৬ : ঊনিশ শতকের জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনি ভারতের মুম্বাই শহরে কোটি টাকার একটি জমি বরাদ্দ পেয়েছেন। সাম্প্রতিক একটি বিশ্বস্ত সূত্র হতে এমনটি জানিয়েছে ভারতীয় অনলাইন পত্রিকা ইন্ডিয়া টাইম্স।
অভিনেত্রী হেমা মালিনীর এভাবে জমি বরাদ্দ পাওয়া সত্যিই সন্দেহজনক। আরটিআই কর্মী অনিল গালগালি কর্তৃক দাখিলকৃত আরটিআই এই জঘন্য সত্য প্রকাশ করেছেন।
হেমা মালিনীর জন্য মুম্বাই এর অশিওয়ারা এলাকায় ২০০০ বর্গ মিটার পরিমাপের জমি বরাদ্দ করা হয়েছে।
যেখানে প্রতি বর্গমিটারের জন্য তাকে ৩৫ রুপি করে দিতে হয়েছে। তার মত এই সুবিধা কংগ্রেস সাংসদ ও বর্তমান আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা বিপুল পেয়েছিলেন। কিন্তু শুকলাকে সেই জমি পরবর্তীতে ছেড়ে দিতে হয়েছিল। কিন্তু হেমা মালিনি এই জমিতে দীর্ঘ ২০ বছর ধরে বসবাস করছেন। তাই তাকে এখন এই জমি সম্পূর্ণভাবে বরাদ্দ দেয়া হয়েছে।