Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : খালেদা জিয়ার সমালোচনা করে 24তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যাঁরা মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করে তাঁরা হয় পাগল, না হয় আহাম্মক। রোববার ময়মনসিংহ টাউন হল মাঠে জাসদ ময়মনসিংহ শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
ইনু আরো বলেন, যদি বিএনপি এ দেশে রাজনীতি করতে চায় তাহলে খালেদা জিয়াকে আগে প্রমাণ করতে হবে যে তিনি রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসের নেত্রী না। অনেকেই বলেন, বিএনপির রাজনীতি নিয়ে আমি অগণতান্ত্রিক কথা বলি। কিন্তু আমার প্রস্তাব অগণতান্ত্রিক না। গণতন্ত্রকে স্থায়ী নিরাপত্তা দিতে জঙ্গি খালেদা জিয়াকে ক্ষমতা দখল করতে দেওয়া হবে না। খালেদার হাত ধরে বাংলাদেশের মাটিতে আর জঙ্গিদের ঘাঁটি গড়তে দেওয়া হবে না।
মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় খালেদা জিয়ার সমালোচনা করে ইনু বলেন, যাঁরা মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করে তাঁরা হয় পাগল, না হয় আহাম্মক। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সময় মতো নির্বাচন নিয়ে গণতন্ত্রকে টিকিয়ে রেখেছেন বলেও মন্তব্য করেন।
ময়মনসিংহ জেলা জাসদের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদ নুরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান, নাজমুল হক প্রধান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ শিরীন আখতার, লুৎফা তাহের প্রমুখ।