Tue. Sep 16th, 2025
Advertisements

25খোলা বাজার২৪, রবিবার, ৩১ জানুয়ারি ২০১৬ : জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে অনুমোদন দিয়েছে দলের সভাপতিমণ্ডলীর সদস্যরা।
জাপার সভাপতিমণ্ডলীর বৈঠকে আজ রোববার এ অনুমোদন দেওয়া হয়।
জানা যায় আজকের বৈঠকে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান ও এ বি এম রুহুল আমীন হাওলাদারকে মহাসচিব করা এরশাদের সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ১৬ এপ্রিল জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।
পার্টির চেয়ারম্যান হুস্ইেন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক বিরোধীনেতা ও তার অনুসারীরা বয়কট করলেও দলের প্রায় ২৩ জন প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন। তবে বৈঠকে দলের ৩৭ জন সক্রিয় প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। সংসদের বিরোধীদলীয় নেতা ও দলের প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ এবং তার অনুসারীরা বৈঠকে উপস্থিত ছিলেন না।
প্রেসিডিয়াম সভা শেষে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের ও দলের মহাসচিব যৌথভাবে প্রেস ব্রিফিং করেন।
দলের মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, প্রেসিডিয়াম সভায় পার্টির চেয়ারম্যানের নেওয়া কো-চেয়ারম্যান ও মহাসচিবের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।
জিএম কাদের বলেন, জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। পার্টিতে কোনো বিরোধ নেই। আমরা পার্টির সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছিলাম। তিনি আমাদেরকে গতকাল (শনিবার) জানিয়েছেন অফিসিয়াল তিনটি পোগ্রাম থাকায় আজকে বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না এবং আজকে ফোন করে আমাদেরকে বৈঠক করার কথা বলেছেন।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ সদস্যরা উপস্থিত ছিলেন। ৩৭ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। তিনজন অসুস্থ এবং দুইজন বিদেশে অবস্থান করায় এরাও সভায় অংশ নেয়নি।
তিনি আরো বলেন, এরশাদ যেদিকে আছেন পার্টিও সেদিকে থাকবেন। রওশাদ এরশাদের সঙ্গে কোনো বিরোধ নেই।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা, উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, গোলাম হাবিব দুলাল, এম এ মান্নান, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।