খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও গোটা ‘ফিতুর’ টিমকে ‘জাতি বিদ্বেষী’ বলে কটাক্ষ করলেন মুম্বইয়ের প্রসিদ্ধ হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভবানি। চুল লাল করার জন্য লন্ডনের এক নামী হেয়ার কালার এক্সপার্ট-এর সাহায্যে নেওয়াতেই ক্যাটরিনাকে আক্রমণ করেন তিনি।
প্রসঙ্গত, বলিউডে এখন গুঞ্জনের কেন্দ্রে অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। প্রথমে বয়ফ্রেন্ড রণবীর কপূরের সঙ্গে বিচ্ছেদ নিয়ে আর এখন চুলের লাল রঙের শেড নিয়ে। বলিউডে জোর খবর, পরিচালক অভিষেক কপূরের ফিল্ম ‘ফিতুর’-এর জন্য চুল লাল করেছেন ক্যাটরিনা। আর তার পিছনেই নাকি ঢালতে হয়েছে ৫৫ লাখ। লন্ডনের এক নামী হেয়ার কালার এক্সপার্ট তাঁর চুলের এই নতুন রূপ দিয়েছেন। সেই কারণে প্রতি মাসেই লন্ডনে পাড়ি দিতেন ক্যাট।
এই খবরে অত্যন্ত বিস্মিত হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভবানি। ফেসবুকে ক্যাটরিনার উদ্দেশ্যে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ক্যাটরিনা এবং গোটা ফিতুর টিম-কে জাতিবিদ্বেষী বলে কটাক্ষ করেন তিনি।
ফেসবুক ওয়ালে স্বপ্না লিখেছেন, যেকোনও ভারতীয় হেয়ার স্টাইলিস্টই চুলে শেড দেওয়ার কাজটা করতে পারত। তাঁর মতে, হয়ত আরও ভালোভাবে করতে পারত। তাঁর ক্ষোভের আসল কারণটা তা নয়, তিনি বলতে চেয়েছেন, এই কাজের জন্য কোনও ভারতীয় পেশাদার হেয়ার স্টাইলিস্টকে কি ৫৫ লক্ষ টাকা দিতেন প্রযোজক? তিনি আরও বলেন, ভারতীয় হেয়ার স্টাইলিস্ট ইন্ডাস্ট্রিকে আমি খুবই ভালোবাসি। তাঁদের প্রত্যেককে সম্মান করি। আমি মনে করি, আমাদের কাজের জন্য আরও বেশি পারিশ্রমিক পাওয়া উচিত।
স্বপ্না আরও বলেন, শুধু এই ইন্ডাস্ট্রিই নয়, মডেলিং, সিনেমাটোগ্রাফি, ডিরেক্টিং, মেক-আপ, ওয়াড্রব সর্বত্রই বিদ্বেষের শিকার হতে হয় এইসব শিল্পীদের। এবার এই বিষয়টির পরিবর্তন হওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, ৫৫ লক্ষ টাকা দিয়ে চুল রঙ করার বিষয়টি স্বীকার করেননি ক্যাটরিনা।