খোলা বাজার২৪, সোমবার, ০১ ফেব্রুয়ারি ২০১৬ : যৌথ প্রযোজনার ছবি নির্মাণের ক্ষেত্রে চমক থাকছে এবার। এমনকি নায়ক-নায়িকা নির্বাচনের রীতিটাও মনে হয় বদলাতে যাচ্ছে। দুই বছর ধরে ভিন্নতা থাকলেও এবার বাংলাদেশের নায়ক ও কলকাতার নায়িকাকে একসঙ্গে দেখবেন দর্শক। দেশের বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের পরবর্তী ছবিতে জনপ্রিয় নায়ক শাকিব খানের বিপরীতে এবার নায়িকা হচ্ছেন টালিগঞ্জের নায়িকা শ্রাবন্তী। তার নায়িকা হবার বিষয়টি প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসকে মুভিজের ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা। তবে ছবির নাম এখনো ঠিক হয়নি। এ ছবির চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে চ্যাটার্জি। আবদুল্লাহ জহির বাবু বলেন, গল্প লেখার কাজ চলছে। এ মাসটা পুরোটা লাগবে সময়। তবে মার্চে কলকাতায় এ ছবির কাজ শুরু হবে। তাই হাতে সময় তেমন বেশি নেই। আমি যতদূর জেনেছি শ্রাবন্তী হচ্ছেন এ ছবির নায়িকা।
তবে কলকাতা থেকে পরিচালক কে থাকছেন তা এখনও জানা যায়নি।
এ প্রসঙ্গে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, পরিচালক সীমান্ত বাংলাদেশ থেকে চুড়ান্ত হলেও কলকাতা থেকে ছবিটি কে পরিচালনা করবেন তা এখনও চুড়ান্ত হয়নি।
তবে এক সপ্তাহের মধ্যে এটাও চুড়ান্ত করে আমরা সংবাদমাধ্যমকে জানাবো। শুধু তাই নয়, মার্চের শুরু থেকে কলকাতায় এ ছবির কাজ শুরু হবেও বলে জানিয়েছেন ছবির প্রযোজনা প্রতিষ্ঠান।