Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

14.খোলা বাজার২৪, বুধবার, ৩ ফেব্রুয়ারি ২০১৬ : নাম শুনলেই মনে হয় হলিউডের জেনিফার লরেঞ্জের কথা। না ইনি সেই জেনিফার নন। তিনি ঢাকাই চলচ্চিত্রের নতুন মুখ। চট্টগ্রামের মেয়ে মারজান জেনিফা। নতুন হলেও এরই মধ্যে আরিফিন শুভর সঙ্গে জুটি হয়ে ‘মুসাফির’ ছবিতে অভিনয় করেছেন। ছবিটি ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
এ ছবির বাইরেও তার হাতে রয়েছে আরও দুটি নতুন ছবি। সেন্সর পাওয়া ‘মুসাফির’ ছবিটি নিয়ে মারজান জেনিফার চরিত্রের নাম জারা মেহজাবীন। এখানে তাকে ডাক্তারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর শুভকে সানি নামের এক পেশাদার খুনির চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শকরা। মূলত মারজানকে কিডন্যাপ করতে এসে ঘটে নানা ঘটনা। মার্চে ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে।
এদিকে মার্চে ‘মুসাফির টু’ ও ‘রোমান্টিক’ নামক আরও দুটি ছবিতে কাজ শুরু করছেন মারজান। ‘মুসাফির’ ছবিটি পরিচালনার পাশাপাশি এর কাহিনী ও চিত্রনাট্যও লিখেছেন আশিকুর রহমান।তিনি জানিয়েছেন, ছবিতে প্রেম, কমেডি, অ্যাকশনের পাশাপাশি ছবির নামের সঙ্গে মিলিয়ে ভ্রমণের দৃশ্যও রয়েছে। ছবিটির গল্পটাও বেশ ভালো। আর গানগুলোও সবাই পছন্দ করবেন বলে আশা করছি।
ছবিটি প্রযোজনা করছে পারসেপচুয়াল পিকচার্স ও ইনট্র্যাক ফিল্মস। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ ও ইমরান। এ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন টাইগার রবি, রাজ, শিমুল খান, সিন্ডি রোলিং প্রমুখ।