খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : শুধু নায়িকা নয় গায়িকা হিসেবেও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার খ্যাতি বিশ্বজোড়া। তার গাওয়া ‘এক্সোটিক’ গানটি প্রশংসিত হয়েছে সবার কাছে। এবার নতুন মাইলফলকে পৌঁছেছে তার এ মিউজিক ভিডিও।
২০১৩ সালের জুলাইয়ে মুক্তি পেয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া এবং পিটবুলের ‘এক্সোটিক’ মিউজিক ভিডিওটি। ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং কানাডাতেও ভালো চলেছে এ মিউজিক ভিডিও। এখনো জনপ্রিয়তা কমেনি গানটির। সম্প্রতি ইউটিউবে ৮ কোটি বার দেখার মাইলফলক অতিক্রম করেছে এ মিউজিক ভিডিওটি।
নতুন মাইলফলকের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তিনি লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ, এক্সোটিকের ৮০ মিলিয়ন।’
প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম সিঙ্গেল মুক্তি পেয়েছিল ২০১২ সালে। গানটির শিরোনাম ছিল ‘ইন দ্য সিটি’। প্রকাশের পর কয়েকটি তালিকায় শীর্ষে ছিল গানটি।