খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি ২০১৬ : ছবির নাম ‘মায়াবিনী।’ সন্ধ্যায় শুটিং চলছিল এফডিসিতে। নায়ক সাইমন।
দৃশ্যটা এইরকম ভাবি হাঁটাহাঁটি করছিলেন বাগানে এইসময় হাফ প্যান্ট ও স্যান্ডেল পরা সাইমন দৌঁড়ে এসে ভাবির কোলে চড়ে বসেন। আর এদিকে ভাবি বারবার বলে যাচ্ছেন, কোল থেকে নেমে যাও, তোমার ভাই দেখলে সর্বনাশ হয়ে যাবে।’
এই দৃশ্যটা কেন? জানা গেল সাইমন ‘মায়াবিনী’ ছবিতে ডার্কনেস ফোবিয়ায় আক্রান্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন, যে কি না দিনের আলো নিভে গেলেও ভয়ে অস্থির হয়ে যান। কাছেপিঠে কাউকে কাছে পেলেই তাঁর কোলে চড়ে বসেন।
আকাশ আচার্য্যর পরিচালনায় ভিন্ন গল্পের ‘মায়াবিনী’ ছবিতে সাইমনের বিপরীতে অভিনয় করছেন আইরিন।
বর্তমানে এফডিসির বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে। আগামী মাসে ছবির পুরো ইউনিট নেপালে শুটিং করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।