খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: প্রিয়ঙ্কা চোপড়াকে আবার আইনি ঝামেলায় পড়তে হল। প্রিয়াঙ্কা এবং তার প্রোডাকশন হাউসের বিরুদ্ধে আদালতে মামলা করলেন তালিন্দার সিংহ রাঠৌর নামে এক পঞ্জাবি ছবির প্রযোজক।
ওই ব্যক্তির অভিযোগ, নায়িকার প্রোডাকশন হাউস নিজেদের পরবর্তী ছবির জন্য তার একটি ছবির নাম নকল করেছে।
তালিন্দারের প্রযোজনায় ‘এক ওম্কার’ নামে একটি পঞ্জাবি ছবি কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। ঠিক এমন সময় তিনি শোনেন, যে ওই একই নামে ছবি করার পরিকল্পনা করছে প্রিয়ঙ্কার প্রোডাকশন হাউস। তাতেই বেজায় চটেছেন প্রযোজক, মামলা ঠুকে দিয়েছেন নায়িকার টিমের নামে!
বৃহস্পতিবার আদালতে ডাক পড়েছিল প্রিয়াঙ্কার। আপাতত হলিউড নিয়ে রীতিমতো ব্যস্ত তিনি। কোথায় সেদিকে মন দেবেন, তা না যতসব উটকো ঝামেলায় জড়াতে হচ্ছে প্রিয়ঙ্কাকে।
এর আগেও নিজের প্রপার্টি অন্য কাউকে ভাড়া দিয়ে মধুচক্র চালানোর অভিযোগের মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে।