খোলা বাজার২৪, শুক্রবার, ৫ ফেব্রুয়ারি ২০১৬: রণবীর কাপুর ও কাটরিনা কাইফের সম্পর্ক ভেঙে গেছে। আর কোনোদিনও জোড়া লাগবে না। এটাই সত্যি। রণবীরহীন জীবনটা অসহায় লাগছিল কাটরিনার। মেয়ের কষ্টটা বুঝতে পারলেন মা সুজানে টারকোটে। আর তাই আর্জি নিয়ে ছুটে গেলেন কাপুর বাড়িতে।
রণবীরের মা নীতু সিংয়ের সঙ্গে দেখা করলেন। ভাঙা সম্পর্কটা জোড়া লাগানোর বিষয়ে কথা বলতেই রণবীরের নীতু সিংয়ের শরণাপন্ন হলেন কাটরিনার মা। মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রীতে কান পাতলেই এমন গুঞ্জনই শোনা যায়। বলিউড মহলের একাংশের মতে, সুজানে নিজে নীতুর সঙ্গে দেখা করেন। তিনি মনে করেন, ভাঙা সম্পর্কটা জোড়া লাগাতে পারেন একমাত্র রণবীরের মা-ই।
তিনি ছেলেকে বুঝিয়ে পুরো অবস্থাটা বদলে দিতে পারেন। কিন্তু আলোচনা ফলপ্রসু হয়নি। নীতু সিং ফিরিয়ে দেন সুজানেকে। বউ হিসেবে কাটরিনাকে মোটেও পছন্দ নয় রণবীরের মায়ের। প্রথম থেকেই এ সম্পর্ক মেনে নিতে পারেননি তিনি। আর সম্পর্ক জোড়া লাগানোতে কোনো উদ্যোগ যে নেবেন না তা সবারই জানা।