খোলা বাজার২৪, শনিবার, ৬ ফেব্রুয়ারি ২০১৬ : ঢালিউড চলচ্চিত্র জগতে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আগামী ১২ ফেব্র“য়ারি মুক্তি পাচ্ছে তার অভিনীত চলচ্চিত্র ‘সুইটহার্ট’। ত্রিমুখী প্রেমের গল্প নিয়ে মূলত তৈরি হয়েছে এই চিত্রনাট্য। ছবিটি নিয়ে বেশ আশাবাদী এ জনপ্রিয় অভিনেত্রী।
ছবিটি প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ভালোবাসা দিবস উপলক্ষে ‘সুইটহার্ট’ চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হচ্ছে। এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বাপ্পীর সঙ্গে অভিনয় করলাম। এ ছাড়াও এতে আছেন রিয়াজ। চলচ্চিত্রে আমার চরিত্রের নাম প্রিলীনা। ত্রিমুখী প্রেমের গল্প নিয়েই মূলত গড়ে উঠেছে এর কাহিনী। ত্রিমুখী হলেও, গল্পটি অনেক সুন্দর।
এছাড়া নতুন ছবি ‘দাগ’-এ অভিনয় বিষয়ে বলেন, আগামী ১৩ ফেব্র“য়ারি থেকে ‘দাগ’ চলচ্চিত্রের শুটিং শুরু হবে। এটি পরিচালনা করবেন তারেক সিকদার। কামাল আহমেদের গল্প থেকে ছবিটির সংলাপ ও চিত্রনাট্য করেছেন গীতিকার রফিকুজ্জামান। ছবিতে আমার চরিত্রের নাম সোহানা। আমি একজন চিত্রশিল্পী। আমার বিপরীতে আছেন বাপ্পী সাহা।