Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25খোলা বাজার২৪, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৬ : প্রেম কখনও বয়সের পার্থক্য দেখে না। কথাটি যে নেহাত ভুল নয়, বলিউডের কিছু জুটি তার প্রমাণ। এঁদের মধ্যে কারোর বয়সের পার্থক্য ১৩, কারো ২৩। কিন্তু বলিউডের অফস্ক্রিন জুটি হিসেবে এঁরা সফল।
সাইফ আলি খান-
কারিনা কাপুর সাইফ আলি খানের প্রথম বিয়ের সময় আমন্ত্রিত ছিলেন কারিনা কাপুর। তখন তিনি বেশ ছোটো। সাইফ-অমৃতাকে বিয়েতে শুভেচ্ছাও দেন তিনি। কিন্তু কে জানত এই কারিনার সঙ্গেই একদিন বিয়ে হবে সাইফের? অমৃতা সিং ১২ বছরের বড় ছিলেন সাইফ আলি খানের থেকে। আর কারিনা সাইফের থেকে ১১ বছরের ছোটো।
ধর্মেন্দ্র-হেমা
ধর্মেন্দ্রর থেকে হেমা মালিনী ১৩ বছরের ছোটো। দেখে মনে হয় না ঠিকই। কিন্তু কথাটি সত্যি। ধর্মেন্দ্র বিবাহিত জেনেও তাঁর প্রেমে পড়েছিলেন হেমা। কিন্তু প্রকাশ কউর ধর্মেন্দ্রকে ডিভোর্স দিতে অস্বীকার করেন। তাই বলে হেমা নিজের সিদ্ধান্ত থেকে সরেননি।
সঞ্জয় দত্ত-মান্যতা
সঞ্জয় দত্ত ও মান্যতার বয়সের ফারাক ১৯ বছর। মান্যতাকে বিয়ে করার আগে সঞ্জয় দুইবার বিয়ে করেছিলেন। কিন্তু মান্যতাকে বিয়ে করার পর তিনি নাকি দাম্পত্যের পূর্ণ আস্বাদ পান। সঞ্জয় জানিয়েছেন, স্ত্রী ও সন্তানদের সঙ্গে সময় কাটাতে তিনি বেশ ভালোবাসেন।
দিলীপ কুমার-সায়রা বানু
বিয়ের সময় দিলীপ কুমারের বয়স ছিল ৪৫ বছর। সায়রা বানুর বয়স ছিল ২২। তাঁদের বয়সের পার্থক্য ছিল ২৩ বছর। তা সত্ত্বেও ১৯৬৬ সালে বিয়ে করেন তাঁরা।
রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়া
বলিউডে সবচেয়ে কম বয়সে বোধহয় বিয়ে করেছিলেন ডিম্পল কাপাডিয়া। রাজেশ খান্নার সঙ্গে যখন তিনি বিয়ে করেন, তাঁর বয়স ছিল ১৬ বছর। আর রাজেশ খান্নার ৩১। তাঁদের মধ্যে ১৯৮৪-এ বিচ্ছেদ হয়ে যায়। কিন্তু সন্তানদের কারণে তাঁরা একসঙ্গে থাকতেন।
কবীর বেদি-পারভিন দুসাঞ্জ
কবীর বেদির মেয়ে পূজা বেদির থেকেও বয়সে ছোটো বয়সী পরভিন দুসাঞ্জ। তাঁর বয়স ৪১ বছর। আর কবীর বেদির ৭০। এ বছর জানুয়ারিতে তাঁরা বিয়ে করেন। শহিদ কাপুর-মীরা রাজপুত গত বছর জুলাই মাসে বিয়ে করেন শহিদ কাপুর ও মীরা রাজপুত। তাঁদের মধ্যে বয়সের পার্থক্য ১৩ বছর। গত বছর এই বিয়ে নিয়ে প্রচুর চর্চা হয়েছিল।