খোলা বাজার২৪, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৬ : বেশ কয়েকদিন ধরে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের বিচ্ছেদের জল্পনা নিয়ে জোরদার গুঞ্জন চলছে। এরই মধ্যে রণবীরের সঙ্গে সম্পর্ক থাকার কথা অস্বীকার করে সবাইকে চমকে দিলেন ক্যাটরিনা।
শনিবার এক সংবাদ সম্মেলনে বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘রণবীরের সঙ্গে বিচ্ছেদের তো প্রশ্নই তো আসে না। কেননা তার সঙ্গে তো কোনও সম্পর্কই ছিল না।’
এবার ‘ভ্যালেন্টাইন্স ডে’ কার সঙ্গে কাটাবেন এমন প্রশ্নের জবাবে ক্যাটরিনা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকা টাব্বুকে ইঙ্গিত করে জানিয়েছেন, তার (টাব্বু) সঙ্গেই এবারের ভ্যালেন্টাইন্স ডে কাটাবেন।
উল্লেখ্য আগামী ১২ ফেব্র“য়ারি মুক্তি পাচ্ছে ক্যাটরিনা অভিনীত ‘ফিতুর’। এই সিনেমায় আদিত্যা ছাড়া রযেছেন টাব্বুও।