Tue. Sep 16th, 2025
Advertisements

42খোলা বাজার২৪, রবিবার, ৭ ফেব্রুয়ারি ২০১৬ : একজন মেয়ে অন্য এক মেয়েকে সব কথাই বলতে পারে। এরপরও এমন কিছু কথা রয়েছে, যা এক মেয়ে অন্য মেয়ে বলা ঠিক নয়। তাহলে চলুন পাঠক জেনে নিই কোন কথাগুলো বলা ঠিক নয়।
১. আমার মনে হয়, তোমার এখন বিয়ে করা উচিত। তোমাকে দেখে বয়স্ক মনে হচ্ছে।
২. তুমি এত সুন্দর! আমি বুঝি না, এখনো তোমার বিয়ে হয়নি কেন?
৩. তুমি মাসে কত টাকা আয় করো? এই টাকায় কি তোমার হয়, নাকি বাসা থেকে টাকা আনতে হয়?
৪. এত কাজ করো না। এত কাজ করলে পরিবারকে সামলাবে কী করে?
৫. কিছু মনে করো না, মাঝেমধ্যে তোমার আচরণ খুবই বিরক্তিকর।
৬. আমার মনে হয়, তোমার বিউটি সেলুনে যাওয়া উচিত। দিন দিন তুমি আন্টি হয়ে যাচ্ছো।
৭. তোমার পছন্দ এত খারাপ কেন? যেসব পোশাক তুমি পরো, সেগুলো আমার একেবারেই ভালো লাগে না।
৮. আমার মনে হয়, সে তোমাকে ততটা ভালোবাসে না, যতটা তুমি তাকে ভালোবাসো।
৯. তুমি এগুলো সব খাবে? এ জন্যই তুমি মোটা হয়ে যাচ্ছো