খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : প্রিয়ঙ্কা চোপড়ার আন্তর্জাতিক মঞ্চে কাঁপাতে চলেছেন আরেক বলিউড নায়িকা। দীপিকা পাডুকোনের হলিউড ডেবিউ হতে চলেছে ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অফ জ্যানডার কেজ’ ছবিটির হাত ধরে। হলিউডে প্রথম সুযোগেই যাতে বাজিমাত করতে পারেন, তার জন্য জিমে জোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন দীপিকা। হলিউডে যাওয়ার আগে দীপিকার শরীরচর্চার একটি ভিডিও ফাঁস ইন্টারনেটে। ভিডিওটি সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে।
হলিউডে এর আগেও বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী সুযোগ পেয়েছেন। কিন্তু কেউই পাকাপাকি জায়গা করে নিতে পারেননি। দীপিকা পাডুকোন যে অন্তত সেই তালিকায় যুক্ত হতে রাজি নন, তার প্রমাণ পাওয়া গেল একটি ভিডিওতে। ‘ট্রিপল এক্স : দ্য রিটার্ন অফ জ্যানডার কেজ’-এ হলিউডে দীপিকার ডেবিউ এখন শুধু সময়ের অপেক্ষা। এই ছবিতে দীপিকার বিপরীতে রয়েছেন ভিন ডিজেলের মতো হলিউড তারকা। হলিউডে যাওয়ার আগে দীপিকা এখন সব কিছু ভুলে অনেকটা সময় কাটাচ্ছেন জিমে। ফিটনেস যাতে কোনোভাবে হলিউডে সাফল্যে বাধা হয়ে না দাঁড়ায়, তার জন্যই চলছে এই প্রস্তুতি। ২০১৭ সালে ছবিটি মুক্তি পাবে।