খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : অরিন্দম শীলের ‘আবর্ত’ ছবির মাধ্যমে কলকাতায় পা রাখেন জয়া আহসান। মাঝখানে অভিনয় করেছেন সৃজিতের ‘রাজকাহিনী’তে। ফের অরিন্দমের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ‘গেরিলা’ অভিনেত্রী। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘এবার শবর’-এর সিক্যুয়েল ‘ইগলের চোখ’-এ দেখা যাবে তাঁকে।
গত সপ্তাহ থেকে কলকাতায় শুরু হয়েছে ছবিটির শুটিং। তবে জয়া ইউনিটে যোগ দেবেন ২৫ ফেব্র“য়ারি। তিনি জানান, ‘গোয়েন্দা গল্প নিয়ে ছবিটি। শবরের চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়। আর আমার চরিত্রের নাম শিবাঙ্গী। সাদামাটা এক গৃহবধূ। তাঁকে ঘিরেই রহস্য।’ শাশ্বত, জয়া ছাড়াও এতে অভিনয় করছেন পায়েল সরকার, দেবপ্রসাদ হালদার, গৌরব চক্রবর্তীসহ আরো অনেকে। ছবিটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।