Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪, সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০১৬ : আগামী ১২ ফেব্র“য়ারি শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দক্লিন ঢাকা কনসার্টদ। কনসার্টটিতে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর, বলিউড সংগীত শিল্পী কানিকা কাপুর, দেশের জনপ্রিয় চিত্র নায়ক অনন্ত জলিলসহ অন্যান্য শিল্পীবৃন্দ দর্শক মাতাবেন।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। কনসার্টের আয়োজন করছে অন্তর শোবিজ। আর এ দক্লিন ঢাকা কনসার্টদ-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে দেশের শীর্ষস্থানীয় প্লাস্টিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘আরএফএল’।
সংবাদ সম্মেলনে কনসার্টের আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘আগামী ১২ ফেব্র“য়ারি এ কনসার্ট হবে। কনসার্ট সফল করার জন্য দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে মানুষকে উৎসাহ দিতেই এ কনসার্টের আয়োজন করা হচ্ছে।’
আরএফএল’র হেড অব মার্কেটিং এসএম আরাফাতুর রহমান বলেন, ‘সামাজিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে আমরা এ কনসার্টের সঙ্গে যুক্ত হয়েছি। এছাড়াও সিটি কর্পোরেশনের যেকোন সামাজিক উদ্যোগের পাশেও থাকবে আরএফএল।’
তিনি জানান, এ কনসার্টের পাশাপাশি রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিবেশ বান্ধব এবং আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার এ মহাপরিকল্পনায় আরএফএল যুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ ফেব্র“য়ারি বিকেল ৩টা থেকে স্টেডিয়ামের গেট খোলা থাকবে। মূল কনসার্ট শুরু হবে মাগরিবের নামাজের পরে। এ কন্সার্টের টিকেটের মূল্য রাখা হয়েছে এক হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া ও অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ, হেড অব ইভেন্টস আদিল খান প্রমুখৗ