Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি ২০১৬: এবার জয়পুরে বিখ্যাত খাজা মইনু্দ্িদন চিস্তির দরগা শরীফে গিয়ে প্রার্থনায় শরীক হলেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ফিতুর’-এর প্রচারণায় ব্যস্ত আছেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর এই ছবি প্রচারণার জন্য বর্তমানে তিনি বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন।
গত পরশুদিন দিল্লীর ফতেহপুরে ‘সেলিম চিস্তির দরগা শরীফ’-এ গিয়ে মাজার জিয়ারত করার পর এবার জয়পুরে গিয়ে খাজা মইনুদ্দিন চিস্তির মাজার জিয়ারত করলেন বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফ! শুধু মুসলিম ধর্মালম্বিদের জন্যই নয়, বরং অন্যান্য ধর্মালম্বিদের জন্যও পবিত্রতম স্থান খাজা মইনু্দ্িদন চিস্তির দরগা শরীফ।
আর সেই জন্যই এই সুফি সাধকের মাজারে গিয়ে নিজের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘ফিতুর’-এর জন্য দোয়া প্রার্থনা করে এলেন। সোমবার বিকালে তিনি খাজা মইনুদ্দিনের মাজার জিয়ারতে যান। এসময় সাদা পোশাকে আবৃত ছিলেন ক্যাটরিনা।শুধু তাই না, ওড়না ছাড়াও তাকে মাথায় এসময় সাদা একটি স্কার্ফ দিতেও দেখা গেছে! মাজারের খাদেম কুতুবুদ্দিন সখি ক্যাটরিনার মাজার দর্শন সম্পর্কে বলেন, ‘ক্যাটরিনা মূলত তার প্রতীক্ষিত ছবি ‘ফিতুর’-এর সাফল্য কামনা করে বাবা খাজা মইনুদ্দিনের মাজারে এসেছিলেন।’ মাজারে তিনি নাকি প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মত অবস্থান করেন।