খোলা বাজার২৪, বুধবার, ১০ ফেব্রুয়ারি ২০১৬: জনপ্রিয় সংগীত শিল্পী আরফিন রুমির দ্বিতীয় বিবাহও টিকলো না। গত ৩১ জানুয়ারি তিনি তার স্ত্রীকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে জানিয়েছে একাধিক সূত্র।
জানা যায়, মঙ্গলবার রুমির আইনজীবী আবদুর রহিম কামরুন নেসার বাবাকে ফোন করে ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি সরাসরি অবগত করেন। মূলত মানসিক নির্যাতন, আগের স্বামীর সঙ্গে মেলামেশা, বেপরোয়া চলাফেরা ও কাউকে তোয়াক্কা না করাসহ আরো বেশ কয়েকটি কারণে কামরুন নেসাকে ডিভোর্স দিয়েছেন বলে জানান রুমি।
শুধু তাই নয়, মঙ্গলবার রাতে নিরাপত্তার অজুহাতে মোহাম্মদপুর থানায় জিডি করেছেন আরেফিন রুমি। জিডিতে কামরুন নেসাকে তালাকের বিষয়টিও অবহিত করা হয়।
জানা যায়, কামরুন নেসা রুমিপুত্র আয়ানসহ গত সাত মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার তিনি বাংলাদেশে আসার জন্য রওনা হয়েছেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে শো করতে গিয়ে ২০১২ সালে কামরুন নেসার সঙ্গে পরিচয় হয় রুমির। এরপর প্রেম ও চটজলদি বিয়ে।
কামরুন নেসাকে বিয়ে করার কয়েক মাসের মাথায় প্রথম স্ত্রী অনন্যার করা নারী নির্যাতন মামলায় কারাগারেও যেতে হয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুমিকে। এরপর বিভিন্ন শর্ত মেনে বছর দেড়েক আগেই অনন্যার সঙ্গে আনুষ্ঠানিক ডিভোর্স হয় রুমির।