খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: এখন অনলাইনের অন্যতম ভাইরাল ইস্যুতে দাঁড়িয়েছে কণ্ঠশিল্পী আরফিন রুমির দ্বিতীয়বারের মতো ঘর ভাঙ্গার সংবাদটি। তবে বিষয়টি অস্বীকার করেছেন রুমির স্ত্রী কামরুন্নেসা।
বাংলাদেশের উদ্দেশ্যে গত মঙ্গলবার রওনা হয়েছেন তিনি। এর মধ্যেই ফেসবুকে কিছুক্ষণ কথা বলেন তিনি। কামরুন্নেসা জানান, ‘কিসের ডিভোর্স? কে বলেছে? আমি এ ব্যাপারে কিছুই জানিনা।’
এদিকে রুমির সঙ্গে কামরুন্নেসার এই মন্তব্যের ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে তাকে ফোনে এবং ফেসবুকে পাওয়া যায়নি।
বুধবার সন্ধ্যায় বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে কামরুন্নেসার। এরপরই সবকিছু ফাইনাল হবে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে এখন শুধুমাত্র কামরুন্নেসার স্বাক্ষরই বাকি আছে বলেনিশ্চিত করেছে সূত্রটি।