খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: এক বছর পর নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় ও যৌন আবেদনময়ী অভিনেত্রী পরিণীতি চোপড়া। ছবির নাম ‘মেরি পেয়ারি বিন্দু।’ সর্বশেষ ২০১৪ সালে ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘কিল দিল’ চল”িচত্রে অভিনয় করেন পরিণীতি।
নতুন ছবিতে তার সহ-অভিনেতা হিসেবে থাকবেন আয়ুষ্মান খুরানা। ছবিটি পরিচালনা করবেন আক্ষয় রায় এবং প্রযোজনা করবেন মনীষ শর্মা।
পরিণীতি চোপড়া নিজের কণ্ঠে গাওয়া এক ভিডিও ক্লিপের মাধ্যমে নতুন এই ছবির ঘোষণা দেন।
ভিডিও ক্লিপটিতে পরিণীতি বলেন, ‘এই গানটি আমার নতুন চল”িচত্রের। এক বছর বিরতির পর আমার পরবর্তী চল”িচত্রের ঘোষণা করছি। ছবিটি ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে। ছবিটি পরিচালনা করবেন নতুন পরিচালক অক্ষয় রায় আর প্রযোজনা করবেন মনীষ শর্মা। আর আমার সঙ্গে অভিনয় করছেন গায়ক অভিনেতা আয়ুষ্মান খুরানা।’
নতুন এই চল”িচত্রে পরিণীতি চোপড়া ‘মানা কি হাম ইয়ার নেহি’ শিরোনামে একটি গানও গাইবেন।
এই ছবিতে অভিনয় করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আয়ুষ্মান খুরানা।
মঙ্গলবার এক টুইট বার্তায় আয়ুষ্মান বলেন, আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আমার পরবর্তী ছবি ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ‘মেরি পেয়ারি বিন্দু।’ এই ছবিতে সহ-অভিনেত্রী হিসেবে অভিনয় করবেন সুন্দরী ও মেধাবী অভিনেত্রী পরিণীতি চোপড়া। ঢাকাটাইমস