খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: প্রেমের সপ্তাহ চলছে। আর এই সময়ের সদ্ব্যবহার করলেন ক্যাটরিনা কাইফ ও আদিত্য রায় কাপুর। ছবির প্রোমোশনে জয়পুর গিয়েছিলেন তাঁরা। সেখানেই ইন্টারন্যাশনাল রোজ ডে’তে রিল লাইফের প্রেমিকা ক্যাটরিনাকে এক ট্রাক গোলাপ দিলেন আদিত্য। শুধু তাই নয়, রীতিমতো হাঁটু মুড়ে বসে গোলাপ দিয়ে ক্যাটকে প্রোপোজও করেন তিনি। চার্লস ডিকেন্সের দি গ্রেট এক্সপেকটেশন অবলম্বনে তৈরি হয়েছে ফিতুর। অভিষেক কাপুর পরিচালিত এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১২ ফেব্র“য়ারি।