Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০১৬: ধূমকেতুর শুটিংয়ের শেষ দিনের 43ছবি টুইট করলেন শুভশ্রী। সিমলায় চলছিল রানা সরকার ও দেব প্রযোজিত কৌশিক গাঙ্গুলির পরিচালনায় ছবি ধুমকেতুর শুটিং। প্রচন্ড ঠান্ডায় কৌশিক গাঙ্গুলি অসুস্থ হয়ে পরায় শুটিং বন্ধ ছিল। তবে আপাতত সুস্থভাবেই শেষ হল ছবির শুটিং। দেবের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের পর শুভশ্রী ঠিকই করে ফেলেছিলেন যে তাঁর সঙ্গে আর ছবি করবেন না।
তাই খোকা ৪২০ ছবির পর থেকে তাঁদের আর একসঙ্গে দেখাও যাচ্ছিল না। ৩ বছর পর আবার তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যেতে চলেছে। এই খবরে উচ্ছ্বসিত টলিউড। এমনকি তাঁদের অনুরাগীরা এও মনে করছেন যে, এর মাধ্যমে আবার হয়তো দেব শুভশ্রী কাছাকাছি আসতে পারেন।