Wed. Sep 17th, 2025
Advertisements

37kখোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: ভালোবাসার রঙ নীল। আবার বেদনার রঙও নীল। তানিম-অধরার মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। আবার বেদনার সম্পর্কও। দ্বিমুখী সম্পর্ক দুটি খুবই গভীর।
হুট করেই তানিমের জীবনে আসে অধরা। কিন্তু অল্প দিনেই মায়া ছড়ায় দু’জনের হৃদয়ে। বাঁধা পড়ে হৃদয়ে হৃদয়। ধীরে ধীরে সম্পর্কটা তিন কবুলে পৌঁছায়। কাহিনিটা গল্পের রঙ নীল শিরোনামের নাটকের। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সম্প্রতি নির্মিত হয়েছে এ নাটকটি। এতে তানিম চরিত্রে অভিনয় করেছেন- ইমন। আর অধরা চরিত্রে দেখা যাবে- তিশাকে।
জাকরিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন- তাসনুভা তিশা, মাহমুদ সাজ্জাদ, কাজী উজ্জল, আনন্দ খালেদ প্রমুখ।
১৪ ফেব্র“য়ারি ভালোবাসা দিবসে রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে নাটকটি প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।