Thu. Sep 18th, 2025
Advertisements

38খোলা বাজার২৪, শুক্রবার, ১২ ফেব্রুয়ারি ২০১৬: কিছুদিন আগেই রানবির কাপুরের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্ক ভেঙ্গে গেলো ক্যাটরিনা কাইফের। এ বছর তাই নিঃসঙ্গই কাটাচ্ছেন ভ্যালেন্টাইনস ডে। কিন্তু ক্যাটরিনা জানালেন, কখনোই ভালোবাসা দিবস উদযাপন করেননি তিনি। স্বভাবে বেশ রোমান্টিক ক্যাট। কিন্তু কাজের চাপে এই বিশেষ দিনটিতেও কখনোই দম ফেলার ফুরসত পাননি তিনি। মূলত এ কারনেই উদযাপন করা হয়নি দিনটি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা বলেন, “কাজে ব্যস্ত থাকায় আমি কখনোই ভ্যালেন্টাইনস ডে উদযাপন করিনি। কিন্তু আশা করছি এবার ঈশ্বর আমাকে উদযাপন করার মতো একটি কারণ দেবেন। আমরা সম্ভবত সেদিন নতুন সিনেমা ‘ফিতুর’-এর সাফল্য উপলক্ষে একটি পার্টি করবো।